নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শনের ওপর কেন্দ্রীয় ভারী শিল্প দপ্তরের মন্ত্রী ডঃ মহেন্দ্রনাথ পাণ্ডের লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
কেন্দ্রীয় ভারী শিল্প দপ্তরের মন্ত্রী ডঃ মহেন্দ্রনাথ পাণ্ডের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইটে বলা হয়েছে :
“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @DrMNPandeyMP লিখেছেন যে ভারত সর্বদাই ‘বসুধৈব কুটুম্বকম’ এবং বিশ্ব বন্ধুত্বের ক্ষেত্রে পথপ্রদর্শক হয়ে রয়েছে।”
PG/PM/DM
केंद्रीय मंत्री श्री @DrMNPandeyMP लिखते हैं कि भारत हमेशा से 'वसुधैव कुटुम्बकम' और विश्व बंधुत्व का पथप्रदर्शक रहा है। https://t.co/daVcQs71Sq
— PMO India (@PMOIndia) April 18, 2023