নয়াদিল্লি, ১ জানুয়ারি, ২০২৩
“প্রবীণ আমলা তথা অভিজ্ঞ সরকারি আধিকারিক ডঃ মঞ্জুলা সুব্রহ্মনিয়মজির মৃত্যুতে আমি উদ্বিগ্ন। নীতি সম্পর্কিত বিষয়ে তাঁর গভীর জ্ঞান ও অভিজ্ঞতার জন্য তিনি সকলেরই বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সর্বদাই কর্মপ্রচেষ্টামুখী। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে আমার আলাপ-আলোচনার মুহূর্তগুলি আজও স্মরণ করতে পারি। তাঁর পরিবার-পরিজন ও বন্ধুবর্গকে জানাই আমার সমবেদনা। ওঁ শান্তি!”
প্রবীণ আমলা তথা অভিজ্ঞ সরকারি আধিকারিক ডঃ মঞ্জুলা সুব্রহ্মনিয়মের মৃত্যুতে এক ট্যুইট বার্তার মাধ্যমে এইভাবেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
PG/SKD/DM
Anguished by the demise of veteran bureaucrat Dr. Manjula Subramaniam Ji. She was widely respected for her understanding of policy related issues and action oriented approach. I recall my interactions with her when I was CM. Condolences to her family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) January 1, 2023