নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বর্তমান পুরুষ ফুটবলারদের আন্তর্জাতিক তালিকায় তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসাবে সুনীল ছেত্রীর স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
ফিফা বিশ্বকাপের এক ট্যুইট বার্তার প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেছেন, “সুনীল ছেত্রী সম্পর্কে দারুন খবর! এর ফলে, নিশ্চিতভাবে ভারতে ফুটবলের জনপ্রিয়তা বাড়বে। @chetrisunil11″
PG/CB/SB
Well done Sunil Chhetri! This will certainly boost football’s popularity in India. @chetrisunil11https://t.co/Hh9pGtDhmh
— Narendra Modi (@narendramodi) September 28, 2022