নয়াদিল্লি, ১৬ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা নিয়ে এক নাগরিকের অভিজ্ঞতার ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
প্রেস ইনফরমেশন ব্যুরো’র রাজস্থান হ্যান্ডেলে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উপর তৈরি ভিডিও সম্পর্কে একটি ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “তাঁর বন্দে ভারত সফরে আর জে সুফী অনুষ্ঠান উপভোগ করেছি”।
PG/MP/SB
Enjoyed watching @SufiOnAir highlight his Vande Bharat journey. https://t.co/0v7Nd9ntUq
— Narendra Modi (@narendramodi) April 16, 2023