নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২৪
ফ্রান্সের মায়োতে এলাকায় ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সঙ্কটের এই প্রহরে ভারতের তরফে ফ্রান্সের পাশে থাকা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ইমান্যুয়াল ম্যাক্রোঁর নেতৃত্বে ফ্রান্স এই সঙ্কট কাটিয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “মায়োতে এলাকায় ঘূর্ণিঝড় চিডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের আন্তরিক সমবেদনা জানাই। আমার স্থির বিশ্বাস, @EmmanuelMacron’র নেতৃত্বে ফ্রান্স এই সঙ্কট কাটিয়ে উঠবে। ভারত ফ্রান্সের পাশে রয়েছে এবং সবধরনের সহায়তায় প্রস্তুত”।
PG/AC/SB
Deeply saddened by the devastation caused by Cyclone Chido in Mayotte. My thoughts and prayers are with the victims and their families. I am confident that under President @EmmanuelMacron’s leadership, France will overcome this tragedy with resilience and resolve. India stands in…
— Narendra Modi (@narendramodi) December 17, 2024