নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর, ২০২২
ফ্রান্সের বিদেশ ও ইউরোপের জন্য নিযুক্ত মন্ত্রী শ্রীমতী ক্যাথরিন কোলোন্না ১৩-১৫ সেপ্টেম্বর সরকারি সফরে ভারতে এসেছেন। তিনি আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি শ্রীমতী কোলোন্না প্রধানমন্ত্রীকে তাঁর দেশের রাষ্ট্রপতি ম্যাঁক্রো-র তরফে বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী মোদী প্যারিসে ও জার্মানীতে সম্প্রতি রাষ্ট্রপতি ম্যাঁক্রো-র সঙ্গে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করেন এবং ফরাসী রাষ্ট্রপতিকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
PG/PM/NS
Happy to have met French Minister for Europe and Foreign Affairs @MinColonna today. We discussed cooperation on bilateral, regional and global issues. Conveyed warm regards for my friend @EmmanuelMacron. pic.twitter.com/W1yJESAE0u
— Narendra Modi (@narendramodi) September 14, 2022