Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাঁকরকে ভারত সফরে স্বাগত জানালেন শ্রী নরেন্দ্র মোদী

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাঁকরকে ভারত সফরে স্বাগত জানালেন শ্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি,  ২৫  জানুয়ারি, ২০২৪

 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাঁকরকে আজ ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে মিঃ মাঁকরের উপস্থিতি ভারতকে আরও গর্বিত করবে বলে মনে করেন তিনি। 

এ সম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন:

“আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাঁকরকে ভারতে স্বাগত জানাই।

প্রেসিডেন্ট মাঁকর রাজস্থানের জয়পুর থেকে এদেশ সফর শুরু করার জন্য আমি বিশেষভাবে আনন্দিত। কারণ রাজস্থান হল সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মেধাবী ব্যক্তিত্বের এক পীঠভূমি। আগামীকাল আমাদের সাধারণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। নিঃসন্দেহে তা আমাদের কাছে বিশেষ গর্বের বিষয়। তাঁর এই উপস্থিতি আমাদের দু’দেশের মধ্যে সম্পর্কের বন্ধনকেই শুধু অটুট করে তুলবে না, একইসঙ্গে তা আমাদের পারস্পরিক মৈত্রী সম্পর্ক ও সহযোগিতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করবে।”

PG/SKD/NS…