Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্টেরসঙ্গে প্যারিসে পরিবেশ সুরক্ষা, জলবায়ু চুক্তি এবং সন্ত্রাস দমন সম্পর্কে আলোচনা ওমতবিনিময় ভারতের প্রধানমন্ত্রীর

ফ্রান্সের প্রেসিডেন্টেরসঙ্গে প্যারিসে পরিবেশ সুরক্ষা, জলবায়ু চুক্তি এবং সন্ত্রাস দমন সম্পর্কে আলোচনা ওমতবিনিময় ভারতের প্রধানমন্ত্রীর


শনিবারফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকঁর সঙ্গে প্যারিসে এক বৈঠকে মিলিত হলেন ভারতেরপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বৈঠক শেষেসংবাদমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোরজন্য প্রেসিডেন্ট ম্যাকঁর-কে বিশেষভাবে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনিতাঁকে অভিনন্দিত করেন নির্বাচনে জয়লাভের জন্যও।

বিগতবছরগুলিতে মানব সেবা এবং মানবিক মূল্যবোধগুলির ক্ষেত্রে ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিকসম্পর্কের সাফল্যের দিকগুলিও তুলে ধরেন শ্রী মোদী। এই সম্পর্ক উত্তরোত্তর প্রসারলাভ করবে বলে তাঁর দৃঢ় বিশ্বাসের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

প্যারিসজলবায়ু চুক্তিকে সমগ্র বিশ্বের এক মিলিত ঐতিহ্য বলে বর্ণনা করেন ভারতেরপ্রধানমন্ত্রী। তাঁর মতে, এই চুক্তি হল ভবিষ্যৎ মানব প্রজন্মের আশা-আকাঙ্ক্ষারূপায়ণে বর্তমান প্রজন্মের এক বিশেষ অবদান।

প্রধানমন্ত্রীবলেন, মাতা বসুন্ধরাকে রক্ষা করা আমাদের সকলের এক সম্মিলিত দায়িত্ব। এই চুক্তিস্বাক্ষরের জন্য ভারত ও ফ্রান্স কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছে বলে উল্লেখ করেনতিনি। প্যারিস শহর তার রাজনৈতিক যাত্রাপথে এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিতহয়ে থাকবে বলেও মন্তব্য করেন শ্রী নরেন্দ্র মোদী।

পরিবেশসুরক্ষার বিষয়টি যে ভারতীয়দের কাছে আস্থা ও বিশ্বাসের এক বিশেষ প্রতীক একথারওউল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা হল ভারতীয়দের কাছেএক শতাব্দী প্রাচীন ঐতিহ্য।

শ্রী মোদীবলেন, প্যারিস চুক্তি রূপায়ণে ভারত শুধুমাত্র অঙ্গীকারবদ্ধই নয়, প্রয়োজনে আরও বেশিদূর যেতেও সে প্রস্তুত। ভবিষ্যৎ প্রজন্মগুলির কাছে এই প্রচেষ্টাকে এক দান বা উপহারহিসেবে তুলে ধরার লক্ষ্যে সকলকে নিয়ে ভারত একযোগে কাজ করে যাবে।

সন্ত্রাস ওউগ্রপন্থা দমনের সম্ভাব্য পন্থা-পদ্ধতি সম্পর্কেও দুই নেতা মতবিনিময় করেছেন বলেজানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক যুক্ত ও প্রগতিশীল ইউরোপীয় ইউনিয়ন গড়ে তোলারপ্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে ভারত।

PG/SKD/DM