Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ফ্রান্সেরপ্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শদাতা সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে


ফ্রান্সেরপ্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শদাতা মিঃ ফিলিপ এটিয়েন আজ এখানে সাক্ষাৎ করেনভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

প্রতিরক্ষাও নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করেতুলতে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীকে অবহিতকরেন মিঃ ফিলিপ এটিয়েন।

শ্রী মোদী২০১৭-র জুন মাসে তাঁর সফল ফ্রান্স সফরের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ভারত ওফ্রান্সের কৌশলগত অংশীদারিত্বের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভই হল নিরাপত্তা ও প্রতিরক্ষা।দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ ও কর্মপ্রচেষ্টারসার্বিক প্রসারে সন্তোষপ্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীবলেন, প্রেসিডেন্ট ম্যাকঁর-এর ভারত সফরের জন্য তিনি আগ্রহের সঙ্গেই অপেক্ষা করেরয়েছেন।

PG/SKD/DM/