নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ১০ সেপ্টেম্বর ২০২৩এ জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়ার রাষ্ট্রপতি শ্রী বোলা আহমেদ তিনুবু-র সঙ্গে বৈঠক করেছেন।
রাষ্ট্রপতি তিনুবু ভারতের জি২০-র সভাপতিত্বের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। জি২০-তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ নিশ্চিত করার জন্য এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
বাণিজ্য ও লগ্নি, প্রতিরক্ষা, কৃষি, মিলেট, আর্থিক প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধি সহ বিস্তৃত দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে দুই নেতা ফলপ্রসূ আলোচনা করেন।
AC/AP/NS
PM @narendramodi and President Bola Ahmed Tinubu met in Delhi to discuss bolstering India-Nigeria relations, particularly in areas like trade and investment, capacity building and more. @officialABAT @NGRPresident pic.twitter.com/HJm6qtlgni
— PMO India (@PMOIndia) September 10, 2023
It was a delight to meet President Bola Tinubu earlier today. Our talks were fruitful and will surely add momentum to the strong relations between India and Nigeria. Our key focus areas are trade and cultural exchanges. @officialABAT @NGRPresident pic.twitter.com/yDs5ZJk2cA
— Narendra Modi (@narendramodi) September 10, 2023