Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ফিডে ২০২৪-এর মহিলাদের বিশ্ব র‍্যাপিড দাবায় জয়ী হওয়ার জন্য হাম্পি কোনেরু-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হাম্পি কোনেরু-কে অভিনন্দন জানিয়েছেন ফিডে ২০২৪-এ মহিলা বিশ্ব র‍্যাপিড দাবায় জয়ী হওয়ার জন্য। তিনি তাঁর নিষ্ঠা এবং প্রতিভার প্রশংসা করে বলেছেন, এই সাফল্য লক্ষ লক্ষ মানুষকে চিরকাল অনুপ্রেরণা যোগাবে।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের এক্স হ্যান্ডলের এক পোস্টের জবাবে তিনি লিখেছেন:

“অভিনন্দন @humpy_koneru-কে ২০২৪ ফিডে বিশ্ব মহিলা র‍্যাপিড দাবায় জয়ের জন্য। তাঁর নিষ্ঠা এবং প্রতিভা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে। 

এই জয় আরও ঐতিহাসিক কারণ এটি তাঁর দ্বিতীয়বার খেতাব জয়। তিনি একমাত্র ভারতীয় যিনি এই অসাধারণ সাফল্য অর্জন করলেন।”

PG/AP/SKD