নতুন দিল্লি ১৭ মার্চ ২০২৫
ঘোষণা:
১. ভারত এবং নিউ জিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সূচনা।
২. ভারত এবং নিউ জিল্যান্ডের মধ্যে পেশাদার ও দক্ষ কর্মীদের আসাযাওয়ার সুবিধার ব্যবস্থা নিয়ে আলোচনার সূচনা।
৩. নিউ জিল্যান্ড যোগ দিল ইন্দো-প্যাসিফিক ওসানস ইনিশিয়েটিভ(আইপিওআই)-তে।
৪. নিউ জিল্যান্ড কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিডিআরআই)-এর সদস্য হল।
দ্বিপাক্ষিক নথি:
১. যৌথ বিবৃতি।
২. ভারত এবং নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সমঝোতাপত্র।
৩. ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস(সিবিআইসি) এবং নিউ জিল্যান্ড কাস্টমস সার্ভিস-এর মধ্যে অথোরাইজড ইকনমিক অপারেটর-মিউচ্যুয়াল রেকগনিশন এগ্রিমেন্ট(এইও-এমআরএ)।
৪. ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং নিউ জিল্যান্ডের বুনিয়াদী শিল্প মন্ত্রকের মধ্যে উদ্যান চাষ নিয়ে সহযোগিতা চুক্তি।
৫. ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং নিউ জিল্যান্ডের বুনিয়াদী শিল্প মন্ত্রকের মধ্যে বনায়ন নিয়ে আগ্রহ পত্র।
৬. ভারতের শিক্ষা মন্ত্রক এবং নিউ জিল্যান্ডের শিক্ষা মন্ত্রকের মধ্যে শিক্ষা সহযোগিতা চুক্তি। এবং
৭. ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং নিউ জিল্যান্ড সরকারের স্পোর্ট নিউ জিল্যান্ডের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সমঝোতা।
SC/AP/CS