নতুন দিল্লি, ২০ নভেম্বর ২০২৪
১. |
হাইড্রো কার্বন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক |
এই বিষয়ে সহযোগিতার মধ্যে রয়েছে অশোধিত তেলের উৎস, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সহযোগিতা, পরিকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং হাইড্রো কার্বন শৃঙ্খলে দক্ষতা ভাগ করে নেওয়া। |
২. |
কৃষি ও সহযোগী ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক |
কৃষি এবং সহযোগী ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়াতে যুগ্ম ভাবে কাজকর্ম, তথ্য ও বৈজ্ঞানিক উপকরণ আদান–প্রদান বাড়ানো। |
৩. |
সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (২০২৪–২০২৭) |
ভারত এবং গায়ানার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে নাটক, সঙ্গীত, চারুকলা, সাহিত্য, গ্রন্থাগার এবং জাদুঘর বিষয়ক ক্ষেত্রে আদান–প্রদান বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। |
৪. |
ভারতীয় ফার্মা কোপিয়া কমিশন এবং গায়ানার স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে ভারতের ফার্মা কোপিয়া ক্ষেত্রের স্বীকৃতির জন্য সমঝোতা স্মারক |
নিজ নিজ আইন ও প্রবিধান অনুযায়ী ওষুধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধি ও তথ্য বিনিময়ে গুরুত্ব প্রদান। |
৫. |
জনঔষধী প্রকল্প (পিএমবিজেপি) বাস্তবায়নের জন্য মেসার্স এইচএলএল লাইফকেয়ার লিমিটেড এবং গায়ানার স্বাস্থ্যমন্ত্রকের মধ্যে সমঝোতা স্মারক |
পিএমবিজেপি কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে ক্যারিকম গোষ্ঠীভুক্ত দেশগুলির অধিকৃত সংস্থায় ওষুধ সরবরাহ। |
৬. |
সিডিএসসিও এবং গায়ানার স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে চিকিৎসা সামগ্রী ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক |
ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ব্যবহারের জন্য কাঁচামাল, চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং প্রসাধনী পণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। |
৭. |
ডিজিটাল রূপান্তরের জন্য বিভিন্ন সফল ডিজিটাল যে সমাধানগুলি ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য সমঝোতা স্মারক |
ডিজিটাল ক্ষেত্রে পরিবর্তনের জন্য ক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি, আধিকারিক ও বিশেষজ্ঞদের আদান–প্রদান, বিভিন্ন জনপ্রিয় কর্মসূচি ও সমস্যার সমাধান ভাগ করে নেওয়ার মতো বিষয়গুলিতে জোর। |
৮. |
এনপিসিআই আন্তর্জাতিক পেমেন্ট লিমিটেড এবং গায়ানার বিদেশ মন্ত্রকের মতো গায়ানায় ইউপিআই–এর মতো ব্যবস্থা চালুর জন্য সমঝোতা স্মারক |
গায়ানায় ইউপিআই–এর মতো পেমেন্ট ব্যবস্থা চালু করার লক্ষ্যে এই সমঝোতাপত্রটি স্বাক্ষরিত করা হয়েছে। |
৯. |
প্রসার ভারতী এবং গায়ানার জাতীয় সম্প্রচার নেটওয়ার্কের মধ্যে সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক |
শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলো, বিনোদন এবং সংবাদের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে আদান–প্রদান বাড়ানোর জন্য কর্মসূচি। |
১০. |
গায়ানার জাতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান এনডিআই এবং গুজরাটের জাতীয় রক্ষা বিশ্ববিদ্যালয় আরআরইউ–এর মধ্যে সমঝোতা স্মারক |
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক পড়াশোনার সুযোগ বাড়াতে, উন্নত প্রশিক্ষণের জন্য ও গবেষণার জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে এই যৌথ সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। |
ক্রমিক সংখ্যা | মউ স্বাক্ষরিত | মউয়ের সম্ভাবনা |
---|
PG/PM/AS/