Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নতুন দিল্লি, ২৬ আগস্ট ২০২৪

 

মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। 

ভারত – মার্কিন সার্বিক বিশ্বজনীন কৌশলগত অংশীদারিত্বের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের অঙ্গীকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এই অংশীদারিত্ব গণতন্ত্র, আইনের শাসন এবং শক্তিশালী নাগরিক সম্পর্কের অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 

দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির পর্যালোচনা করে দুই নেতা বলেন, ভারত – মার্কিন অংশীদারিত্বের লক্ষ্য, দুই দেশের জনসাধারণের পাশাপাশি সমগ্র মানবতার কল্যাণসাধন। 

বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বিশদে আলোচনা হয়। 

তাঁর সাম্প্রতিক ইউক্রেন সফর সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই আলোচনা ও কূটনীতির পক্ষে, ইউক্রেনে শান্তি ও সুস্থিতির দ্রুত প্রত্যাবর্তনে ভারতের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। 

দুই নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন দুই নেতা।

কোয়াড সহ বিভিন্ন মঞ্চে বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তাঁরা। 

প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, তাঁদের মধ্যে যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। 

PG/SD/AS