নয়াদিল্লি, ২১ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যা ধামে শ্রীরাম মন্দিরে আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আশা করেন যে, এই ঐতিহাসিক মুহূর্ত ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে পাথেয় করে দেশের বিকাশ যাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হয়ে উঠবে।
প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন।
প্রধানমন্ত্রী এক্স পোস্ট করেছেন :
“মাননীয় @rashtrapatibhvnজি,
অযোধ্যা ধামে রাম লালার প্রাণ-প্রতিষ্ঠার উৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে, এই ঐতিহাসিক মুহূর্ত ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে পাথেয় করে দেশের বিকাশ যাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হয়ে উঠবে।”
PG/AC/DM/
माननीय @rashtrapatibhvn जी,
— Narendra Modi (@narendramodi) January 21, 2024
अयोध्या धाम में राम लला की प्राण-प्रतिष्ठा के पावन अवसर पर शुभकामनाओं के लिए आपका बहुत-बहुत आभार। मुझे विश्वास है कि यह ऐतिहासिक क्षण भारतीय विरासत एवं संस्कृति को और समृद्ध करने के साथ ही हमारी विकास यात्रा को नए उत्कर्ष पर ले जाएगा। https://t.co/GdPmx6cluS