প্রাক্তন সাংসদ ও লোকসভার অধ্যক্ষ শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “প্রাক্তন সাংসদ ও লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন ভারতীয় রাজনীতির এক বলিষ্ঠ ব্যক্তিত্ব। তিনি আমাদের সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছিলেন। গরিব ও বঞ্চিত মানুষের কল্যাণে তিনি জোরালো আওয়াজ তুলেছিলেন। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমি সমবেদনা
জানাই”।
CG/BD/NS/
Former MP and Speaker Shri Somnath Chatterjee was a stalwart of Indian politics. He made our Parliamentary democracy richer and was a strong voice for the well-being of the poor and vulnerable. Anguished by his demise. My thoughts are with his family and supporters.
— Narendra Modi (@narendramodi) August 13, 2018