Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাক্তন বিধায়ক উরিমাজালু কে রমা ভাট-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ


নতুন দিল্লি,  ০৭ ডিসেম্বর, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন বিধায়ক উরিমাজালু কে রমা ভাট-এর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
 
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “জনসংঘ এবং বিজেপি-র ইতিহাসে উরিমাজালু কে রমা ভাট জী-এর মতো দৃঢ়চেতার মানুষের এক বিশেষ স্থান রয়েছে। তিনি কর্ণাটকে দলকে শক্তিশালী করার জন্য আন্তরিকভাবে কাজ করেছেন এবং মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আমি তাঁর মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”
 
 
CG/SS/SKD/