নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-জির বাসভবনে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “ভারত চিরদিন রাষ্ট্রের প্রতি তাঁর অবদানের কথা মনে রাখবে।”
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেছেন :
“তাঁর বাসভবনে গিয়ে ডঃ মনমোহন সিং-জির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। ভারত চিরদিন রাষ্ট্রের প্রতি তাঁর অবদানের কথা মনে রাখবে।”
PG/ AB /NS
Paid tributes to Dr. Manmohan Singh Ji at his residence. India will forever remember his contribution to our nation. pic.twitter.com/nnNZjiSowN
— Narendra Modi (@narendramodi) December 27, 2024