Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২৪

 

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেছেন, “ভারত তার অন্যতম বরেণ্য নেতা ডঃ মনমোহন সিংজি-কে হারিয়ে শোকপ্রকাশ করছে”। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, ডঃ মনমোহন সিং সাধারণ অবস্থা থেকে উঠে এসে শ্রদ্ধেয় অর্থনীতিবিদ হিসেবে পরিগণিত হন। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে ডঃ মনমোহন সিং সাধারণ মানুষের জীবনোন্নয়নে নানা প্রয়াস নিয়েছিলেন। 

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেছেন :

ভারত তার অন্যতম বরেণ্য নেতা ডঃ মনমোহন সিংজি-র প্রয়াণে শোক প্রকাশ করছে। সাধারণ অবস্থা থেকে উঠে এসে তিনি একজন শ্রদ্ধেয় অর্থনীতিবিদ হিসেবে পরিগণিত হন। বিভিন্ন সরকারি পদ তিনি অলঙ্কৃত করেছেন, অর্থমন্ত্রী হিসেবে তিনি বছরের পর বছর আমাদের আর্থিক নীতি নির্ণয়ে গভীর ছাপ ফেলেছেন। সংসদে তাঁর দূরদৃষ্টি নজির সৃষ্টি করেছিল। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ মানুষের জীবনোন্নয়নে তিনি নানা প্রয়াস নিয়েছিলেন। 

“গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় আমি তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর সঙ্গে নিয়মিত আলোচনা করতাম। পরিচালন সংক্রান্ত নানা বিষয়ে তিনি দূরদৃষ্টিসম্পন্ন গভীর ব্যাখ্যা দিতেন। তাঁর প্রাজ্ঞতা এবং বিনম্রতা সব সময় সব সময় চোখে পড়ত।

এই শোকের মুহুর্তে ডঃ মনমোহন সিংজি-র পরিবার, তাঁর বন্ধুবান্ধব এবং অসংখ্য গুণমুগ্ধের সঙ্গে আমিও সমব্যথী। ওঁম শান্তি।”

PG/AB/NS