Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও-কে ভারতরত্ন সম্মান দেওয়া হবে : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী নরসিমহা রাও-কে ভারতরত্ন সম্মান দেওয়া হবে। 
প্রধানমন্ত্রী হিসেবে শ্রী নরসিমহা রাও-এর কার্যকালে ভারতকে বিশ্বের বাজারের সামনে উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তার সুবাদে অর্থনৈতিক বিকাশের প্রশ্নে সূচনা হয় নতুন এক অধ্যায়ের- একথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। 
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিমহা রাও গারুকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে।
একজন প্রাজ্ঞ এবং দূরদর্শী রাজনৈতিক নেতা হিসেবে, নরসিমহা রাও গারু ভারতকে নানা ভাবে সেবা করে গেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং বিধায়ক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতকে অর্থনৈতিক প্রশ্নে এগিয়ে নিয়ে যেতে তাঁর দূরদর্শী নেতৃত্বের অবদান অনেকখানি, দেশের সমৃদ্ধির ভিত গড়ে উঠেছে তাঁর বিচক্ষণ কর্মপরিচালনায়। 
প্রধানমন্ত্রী হিসেবে শ্রী নরসিমহা রাও-এর কার্যকালে ভারতকে বিশ্বের বাজারের সামনে উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তার সুবাদে অর্থনৈতিক বিকাশের প্রশ্নে সূচনা হয় নতুন এক অধ্যায়ের। দেশের বিদেশ নীতি, ভাষা এবং শিক্ষা ক্ষেত্র সমৃদ্ধ হয়েছে তাঁর বহুমাত্রিক উত্তরাধিকারে। গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেশকে দিশা দেখানোর পাশাপাশি সাংস্কৃতিক এবং বৌদ্ধিক প্রশ্নেও অনন্য অবদান রয়েছে তাঁর।”
PG/AC /SG