Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর ইন্ডিয়া গেটে ‘কর্তব্য পথ’ – এর উদ্বোধন করবেন এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন


 

নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘কর্তব্য পথ’-এর উদ্বোধন করবেন। তৎকালীন ক্ষমতার প্রতীক রাজপথের নাম বদলে ‘কর্তব্য পথ’ করা জনঅংশীদারিত্ব ও ক্ষমতায়নের এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেট – এ নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচনও করবেন। এই পদক্ষেপ প্রধানমন্ত্রী ‘পাঁচ প্রাণ’ বা প্রতিজ্ঞার একটি ‘ঔপনিবেশিক মানসিকতার কোনও চিহ্ন না রাখা’।

বহু বছর ধরে রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা এভিনিউ সংলগ্ন এলাকায় পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এর ফলে, পরিকাঠামো ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি হয়। জনগণের জন্য শৌচালয়, পানীয় জল, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে অভাব দেখা যায়। এছাড়া, এই এলাকায় সড়কের পাশে অপর্যাপ্ত দিশা-নির্দেশ বোর্ড, নিম্নমানের জল ব্যবস্থাপনা ও যথাযথ পার্কিং – এর ব্যবস্থা না থাকায় অসুবিধার সৃষ্টি হ’ত। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ সহ অন্যান্য জাতীয় অনুষ্ঠানের সময় জনগণের যাতায়াতের উপর ন্যূনতম বিধিনিষেধ জারির প্রয়োজন হবে। এইসব চিন্তাভাবনাকে নজরে রেখেই এই এলাকার পুনর্বিন্যাস করা হয়েছে।

কর্তব্য পথ উন্নত সার্বজনীন এলাকাগুলিকে তুলে ধরার পাশাপাশি, লন, সবুজ বাগিচা, পথচারীদের জন্য পৃথক রাস্তা, সংস্কার করা নালা, নতুন ব্লক ও বিক্রেতাদের স্টল সহ আরও নানা সুবিধা দেবে। এছাড়াও এখানে থাকবে, প্রদর্শনীর জন্য নতুন প্যানেল, উন্নত আলোর ব্যবস্থা, বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা, বিদ্যুৎ সাশ্রয়কারী আলোর ব্যবস্থা সহ নানা সুবিধা।

নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিটির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এই একই স্থানে এ বছর ২৩ জানুয়ারি পরাক্রম দিবসে প্রধানমন্ত্রী নেতাজীর হলোগ্রাম মূর্তি স্থাপন করেছিলেন। মূল মূর্তিটি নির্মিত হয়েছে গ্রানাইট পাথরে। স্বাধীনতা সংগ্রামে নেতাজীর ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর শ্রদ্ধাঞ্জলি। শ্রী অরুণ যোগীরাজ মূর্তিটির প্রধান নির্মাতা। ২৮ ফুট উঁচু এই মূর্তিটি ৬৫ মেট্রিক টন ওজনের একটি গ্রানাইট পাথর থেকে তৈরি করা হয়েছে।

PG/PM/SB