Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন.


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শিক্ষক দিবস উপলক্ষে ৫ সেপ্টেম্বর বিকেল ৪ঃ৩০ মিনিটে, ৭  লোকমান্য মার্গে  জাতীয় শিক্ষক দিবস পুরস্কার  প্রাপকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন।

জাতীয় শিক্ষক পুরস্কার প্রদানের লক্ষ্য হলো,  ভালো শিক্ষকদের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানানো। যারা  নিজেদের প্রতিশ্রুতিবদ্ধতা, কঠোর পরিশ্রম দিয়ে কেবলমাত্র বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন করেছেন তা নয় , পাশাপাশি তাদের ছাত্রছাত্রীদের জীবনকে সমৃদ্ধ করেছেন।

জাতীয় শিক্ষক পুরস্কার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষকদের অবদানকে স্বীকৃতি জানিয়ে  প্রদান করা হয়।  এবছর সারাদেশের ৪৫ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।

 

PG/PM