নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ কমনওয়েলথ লিগ্যাল এডুকেশন অ্যাসোসিয়েশন (সিএলইএ) – কমনওয়েলথ অ্যাটর্নিজ অ্যান্ড সলিসিটর্স জেনারেল কনফারেন্স (সিএএসজিসি) ২০২৪-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে মূল আলোচ্য বিষয় হল, “ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে সীমান্ত চ্যালেঞ্জ।” এই সম্মেলনে বিচার ব্যবস্থায় পরিবর্তন, আইনি পেশায় নৈতিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, আধুনিককালে আইন শিক্ষার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
এশিয়া-প্রশান্ত মহাসাগর, আফ্রিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা কমনওয়েলথ দেশগুলির অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটররা এই সম্মেলনে যোগ দেবেন। এছাড়া উপস্থিত থাকবেন আন্তর্জাতিক প্রতিনিধিরাও।
PG/MP/NS…