Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন সারা দেশের কয়েক হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দেবেন


নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২৩ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ভাষণ দেবেন। 
সারা দেশের কয়েক হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দেবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিধায়ক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 
১৫ নভেম্বর, ২০২৩ তারিখে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনার পর প্রধানমন্ত্রী নিয়মিতভাবে এর সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করে চলেছেন। এর আগে ৩০ নভেম্বর, ৯ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর – মোট তিনবার এ ধরনের ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন তিনি। ১৭ ও ১৮ ডিসেম্বর বারাণসী সফরের সময় বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে তিনি সরাসরি মতবিনিময় করেন। 
সরকারের প্রধান প্রকল্পগুলির সুবিধা প্রতিটি প্রাপকের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করার লক্ষ্যে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন। 

PG/AC/SB