নয়াদিল্লি, ২৬ আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ আগস্ট বেলা ১২টায় নতুন দিল্লিতে বি-২০ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নীতি নির্ধারক, ব্যবসা-বাণিজ্য জগতের শীর্ষ ব্যক্তিত্ব এবং বিশেষজ্ঞরা বি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা চালাবেন। ‘বি-২০ ইন্ডিয়া’ ৫৪টি সুপারিশ এবং বিভিন্ন নীতি পরিবর্তনের জন্য ১৭২টি পদক্ষেপের সুপারিশ সম্বলিত একটি প্রস্তাবনা জি-২০ গোষ্ঠীর কাছে পেশ করবে।
‘বিজনেস-২০’ বা বি-২০ হল জি-২০ গোষ্ঠীর ব্যবসা-বাণিজ্য নিয়ে আলাপ-আলোচনা চালানোর সরকারি মঞ্চ। ২০১০ সালে বি-২০ প্রতিষ্ঠিত হয়। জি-২০ গোষ্ঠীর বিভিন্ন সংস্থার মধ্যে বি-২০-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও রয়েছেন। আর্থিক উন্নতি এবং উন্নয়নে গতি আনতে বি-২০ গোষ্ঠী নীতিগত ক্ষেত্রে নানা ধরনের সুপারিশ করে থাকে।
২৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত বি-২০-র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মূল ভাবনা আর.এ.আই.এস.ই. – দায়বদ্ধ (রেসপন্সিবল), ত্বরান্বিত (অ্যাক্সিলারেটেড), উদ্ভাবনী (ইনোভেটিভ), সুস্থায়ী (সাসটেনেবল) এবং ব্যবসা-বাণিজ্যে সাম্য (ইক্যুইটেবল বিজনেসেস)। ২৭ আগস্টের সম্মেলনে ৫৫টি দেশের ১,৫০০-র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
AC/CB/DM