নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ নভেম্বর সকাল ১০টায় সংবিধান দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ১৯৪৯ সালে সংবিধান পরিষদ ২৬ নভেম্বর ভারতের সংবিধানকে গ্রহণ করেছিল। ২০১৫ সাল থেকে এই দিনটিকে সংবিধান দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ই-কোর্ট প্রকল্পের আওতায় নতুন নতুন উদ্যোগের সূচনা করবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিচার প্রার্থী, আইনজীবী এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আদালতের বিভিন্ন পরিষেবা সহজেই পাবেন।
ভার্চ্যুয়াল জাস্টিস ক্লক, জাস্টিস মোবাইল অ্যাপ ২.০, ডিজিটাল কোর্ট এবং এস-থ্রি ডব্লিউএএএস ওয়েবসাইট প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
বিভিন্ন আদালতে দৈনিক/সাপ্তাহিক/প্রতি মাসের ভিত্তিতে কত মামলা রুজু হ’ল, কত মামলার নিষ্পত্তি হ’ল এবং বকেয়া মামলার পরিমাণ সম্পর্কে ভার্চ্যুয়াল জাস্টিক ক্লক থেকে পাওয়া যাবে। আদালতে যেসব মামলার নিষ্পত্তি হচ্ছে, সেগুলি স্বচ্ছভাবে তালিকাভুক্ত হওয়ার বিষয়টি এই ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন। জেলা আদালতগুলির ওয়েবসাইটে ভার্চ্যুয়াল জাস্টিস ক্লক সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিচার বিভাগীয় আধিকারিকরা তাঁদের আদালত এবং তাঁদের অধীনস্ত আদালতে কতগুলি মামলা বকেয়া রয়েছে ও কতগুলি মামলা নিষ্পত্তি হয়েছে, সে বিষয়ে জাস্টিস মোবাইল অ্যাপ ২.০-র মাধ্যমে নজরদারি চালাতে পারবেন। এই অ্যাপ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিরাও ব্যবহার করতে পারবেন। ফলস্বরূপ, বিচারপতিদের অধীনস্ত রাজ্য ও জেলা আদালতগুলিতে কতগুলি মামলা বকেয়া রয়েছে এবং কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে – সে বিষয়ে মাননীয় বিচারপতিরা স্পষ্ট ধারণা পাবেন।
বিচার প্রক্রিয়াকে কাগজবিহীন করে তোলার উদ্যোগ হিসাবে ডিজিটাল কোর্টের উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের বিভিন্ন রেকর্ড এর ফলে ডিজিটাল প্রক্রিয়ায় সংরক্ষিত রাখা যাবে।
এস-থ্রি ডব্লিউএএএস ওয়েবসাইটের মাধ্যমে জেলা আদালতে বিভিন্ন তথ্য প্রকাশ এবং পরিষেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। সুরক্ষিত এবং সুগম্য এই ওয়েবসাইটটি একটি ক্লাউড প্রযুক্তি নির্ভর পরিষেবা। বহুভাষিক এই ওয়েবসাইটটি নাগরিক-বান্ধব। ভিন্নভাবে সক্ষম নাগরিকরাও সহজেই এটি ব্যবহার করতে পারবেন।
PG/CB/SB