নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩এর সংসদ রত্ন পুরস্কার প্রাপক সাংসদ সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন।
কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ জোশীর একটি ট্যুইটের উল্লেখ করে প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন;
“অভিনন্দন সাংসদ সতীর্থদের যাঁদের সংসদ রত্ন পুরস্কার দেওয়া হবে। আশা করবো তাঁদের মূল্যবান অন্তদৃষ্টির দ্বারা সংসদীয় কাজকর্মকে তাঁরা সমৃদ্ধ করবেন।”
PG/AP/NS
Congratulations to the MP colleagues who will be conferred the Sansad Ratna Awards. May they keep enriching parliamentary proceedings with their rich insights. https://t.co/IqMZmLfC1l
— Narendra Modi (@narendramodi) February 22, 2023