নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০০১ সালে সংসদে হামলায় যাঁরা শহীদ হয়েছিলেন তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;
“২০০১ সালে সংসদ হামলায় শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছি। আমরা কখনই তাঁদের সাহসিকতা, আত্মবলিদান ভুলবো না।”
PG/PM/NS
Paid homage to those who were martyred during the 2001 Parliament attack. We will never forget their service, bravery and sacrifice. pic.twitter.com/uI5SrtW2xQ
— Narendra Modi (@narendramodi) December 13, 2022