Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ১৮ মে আন্তর্জাতিক সংগ্রহালয় এক্সপো ২০২৩ – এর উদ্বোধন করবেন


নয়াদিল্লি, ১৬ মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৮ মে নতুন দিল্লির প্রগতি ময়দানে সকাল ১০টা ৩০ মিনিটে আন্তর্জাতিক সংগ্রহালয় এক্সপো ২০২৩ – এর উদ্বোধন করবেন।

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ৪৭তম আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস (আইএমডি) উদযাপনের জন্য এই আন্তর্জাতিক সংগ্রহালয় এক্সপো-র আয়োজন করা হচ্ছে। এ বছরের জন্য আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসের মূল ভাবনা ‘সংগ্রহালয় সুস্থিতি এবং কল্যাণ’। এই সংগ্রহালয় এক্সপো সংগ্রহালয়ের বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার জন্য শুরু করা হয়েছিল।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নর্থ ও সাউথ ব্লকে তৈরি হতে চলা জাতীয় সংগ্রহালয়ের ভার্চ্যুয়াল ওয়াকথ্রু – এরও উদ্বোধন করবেন। বর্তমান ভারত গড়ে তুলতে দেশের যে সমৃদ্ধ ইতিহাস রয়েছে, সে সম্পর্কিত নানা ঘটনা, ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরার জন্যই সংগ্রহালয় বিশেষ গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংগ্রহালয় এক্সপো-র জন্য ম্যাসকটেরও উদ্বোধন করবেন। এছাড়াও, গ্রাফিক উপন্যাস – সংগ্রহালয়ের একটি দিন এবং কর্তব্য পথের পকেট মানচিত্র ও সংগ্রহালয় কার্ডের আবরণ উন্মোচন করবেন।

আন্তর্জাতিক সংগ্রহালয় এক্সপো-র ম্যাসকটটি কাঠের তৈরি চিন্না পট্টনম শিল্পকলার নৃত্যরত একটি কন্যার আদলের তৈরি করা হয়েছে। গ্রাফিক উপন্যাসটিতে জাতীয় সংগ্রহালয় সফররত একদল শিশু এই সংগ্রহালয় থেকে কিভাবে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ খুঁজে পান, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। কর্তব্য পথের পকেট মানচিত্রটিতে এই ঐতিহাসিক পথের অলিগলির বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ক্ষেত্রগুলিকে তুলে ধরা হয়েছে। সংগ্রহালয় কার্ড হ’ল ৭৫টি কার্ডের একটি সমন্বয়। এতে দেশের বিভিন্ন সংগ্রহালয়গুলির ছবি তুলে ধরা হয়েছে। কার্ডগুলিতে সংগ্রহালয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণও রয়েছে।

এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক কেন্দ্র ও সংগ্রহালয়গুলির আন্তর্জাতিক প্রতিনিধিরাও অংশ নেবেন।

 

PG/PM/SB