Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ১৮ই জুলাই পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন সমন্বিত টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন


নতুন দিল্লি, ১৭ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ই জুলাই পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন সমন্বিত টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন।

যোগাযোগ পরিকাঠামোর প্রসার সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রায় ৭১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সমন্বিত টার্মিনাল ভবনটি কেন্দ্রশাসিত ওই দ্বীপপুঞ্জে যোগাযোগ ব্যবস্থার প্রসারে বিশেষ ভূমিকা নেবে। ৪০,৮০০ বর্গকিলোমিটার এলাকায় তৈরি এই টার্মিনাল দিয়ে বছরে ৫০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে দুটি বোয়িং–৭৬৭–৪০০ বিমান এবং দুটি এয়ারবাস–৩২১ বিমান পার্ক করে রাখার পরিসরও তৈরি হয়েছে ৮০ কোটি টাকা খরচে।

পরিবেশবান্ধব নতুন এই ভবনটি স্থাপত্বে রয়েছে প্রকৃতির ছোঁয়া। এর কাঠামোয় বর্ণিত সমুদ্র এবং দ্বীপপুঞ্জ। রয়েছে তাপ নিরোধক ব্যবস্থা, এলইডি আলো, বৃষ্টির জল ধরে রাখার পরিকাঠামো, বর্জ্য জল প্রক্রিয়াকরণের ব্যবস্থা এবং ৫০০ কিলো ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র।

পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় আন্দামান ও নিকোবরের প্রবেশ পথ হল পোর্ট ব্লেয়ার। সেখানে বিমানবন্দরের নতুন এই ভবন ওই অঞ্চলে পর্যটনের প্রসারে বিশেষ ভূমিকা নেবে তা বলাই বাহুল্য। এর পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ, হাওয়া লাগবে আঞ্চলিক অর্থনীতির পালে।

CG/AC/AS/ 18 July, 2023… (260)