Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি দিল্লিতে ভারত টেক্স ২০২৫-এ যোগ দিচ্ছেন


নয়াদিল্লি, ১৫ ফব্রুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টে নাগাদ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স, ২০২৫-এ অংশগ্রহণ করবেন। সেখানে তিনি বক্তব্যও রাখবেন।

ভারত টেক্স, ২০২৫ হল একটি বড় আন্তর্জাতিক বাণিজ্যিক সমাবেশ, যা ১৪-১৭ ফেব্রুয়ারি ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হচ্ছে। বস্ত্রশিল্পের বৃহত্তম এবং সর্বাত্মক প্রদর্শনী প্ল্যাটফর্ম হল, ভারত টেক্স। এর সঙ্গে যুক্ত রয়েছে বস্ত্রশিল্পের গোটা পরিমণ্ডল।

এতে থাকছে ৭০টির বেশি সম্মেলন সেশন, গোলটেবিল বৈঠক, প্যানেল আলোচনা  ইত্যাদি। এছাড়াও রয়েছে বিশেষ উদ্ভাবন ও স্টার্ট-আপ প্যাভিলিয়ন।

ভারত টেক্স, ২০২৫-এ আন্তর্জাতিক সিইও, নীতি-নির্ধারক, ৫ হাজারের বেশি প্রদর্শক, ১২০টির বেশি দেশের ৬ হাজারের বেশি আন্তর্জাতিক ক্রেতা যোগ দিয়েছেন।
 
SC/MP/DM