Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ১৫০টিরও বেশি ধরনের মিলেট বীজ সংরক্ষণের জন্য লহরি বাঈ-এর প্রচেষ্টার প্রশংসা করেছেন


নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ডিনডোরি-র ২৭ বছর বয়সী আদিবাসী মহিলা লহরি বাঈ মিলেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ায় এর প্রশংসা করেছেন। তিনি ১৫০-রও বেশি ধরনের মিলেট বীজের সংরক্ষণ করেছেন।

ডিডি নিউজ-এর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন :

“লহরি বাঈ-এর কাজে গর্বিত। তিনি শ্রী অন্ন-এর প্রতি উল্লেখযোগ্য উৎসাহ দেখিয়েছেন। তাঁর এই চেষ্টা অন্য আরও অনেককে উৎসাহিত করবে।”

 

PG/PM/DM/