Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ১৪ জানুয়ারি আবহাওয়া দপ্তরের ১৫০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন


নতুন দিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ জানুয়ারি সকাল ১০:৩০ মিনিট নাগাদ নতুন দিল্লির ভারতমন্ডপমে ভারতের আবহাওয়া দপ্তরের ১৫০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সমাবেশেও ভাষণ দেবেন তিনি।

আমাদের দেশকে সবরকম আবহাওয়া এবং জলবায়ু উপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে মিশন মৌসম চালু করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের লক্ষ্য হলো, আবহাওয়া বিষয়ক অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি ও ব্যবস্থাপনার বিকাশ, উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুমন্ডলের পর্যবেক্ষণ। আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করতেও সহায়ক হবে এই প্রকল্প। বায়ুর মানসম্পন্ন তথ্য সরবরাহ করবে, এর ফলে দীর্ঘমেয়াদী আবহাওয়ার ব্যবস্থাপনা সহজ হবে। 

আবহাওয়ার স্থিতিস্থাপকতা এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনের জন্য প্রধানমন্ত্রী আইএমডি ভিশন ২০৪৭ নথি প্রকাশ করবেন। এর মধ্যে রয়েছে – আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের পরিকল্পনা।

আইএমডি-র ১৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে থাকবে বিভিন্ন কর্মশালাও। বিগত ১৫০ বছরে ভারতীয় আবহাওয়া দপ্তরের নানান সাফল্য তুলে ধরা হবে এই অনুষ্ঠানগুলিতে। ভারতকে সবরকম জলবায়ু উপযোগী করে তুলতে এবং বিভিন্ন আবহাওয়া ও জলবায়ু মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলির ভূমিকা সম্পর্কেও এই অনুষ্ঠানগুলিতে আলোকপাত করা হবে।

 

SC/PM/SKD