নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাতে উত্তর প্রদেশের সীতাপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ রাজেশ ভার্মার প্রচেষ্টার প্রশংসা করেছেন।
সীতাপুরের সাংসদের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“আমি বিশ্বাস করি যে এই প্রচেষ্টা পরিবেশকে স্বচ্ছ করতে জনগণের মধ্যে সচেতনতা বাড়াবে। পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে যুক্ত নানা কাজে জড়িত হওয়ার বিষয়েও তাঁদে্র উদ্বুদ্ধ করবে।”
PG/PM/NS
मुझे विश्वास है कि इससे अपने परिवेश को स्वच्छ रखने के लिए लोगों के बीच जागरूकता बढ़ेगी। इसके साथ ही वे स्वच्छता से जुड़े प्रयासों के लिए प्रेरित होंगे। https://t.co/kWJZffUz80
— Narendra Modi (@narendramodi) February 22, 2023