Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘প্রধানমন্ত্রী সূর্য ঘর : মুফত বিজলি যোজনা’-র আওতায় নথিভুক্তির সংখ্যা ইতিমধ্যেই এক কোটি অতিক্রম করার ঘটনাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২৪

‘প্রধানমন্ত্রী সূর্য ঘর : মুফত বিজলি যোজনা’-র আওতায় নথিভুক্ত হয়েছে এক কোটিরও বেশি গৃহস্থ পরিবার। এই ঘটনায় বিশেষ আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন :

“দারুণ খবর! 

‘প্রধানমন্ত্রী সূর্য ঘর : মুফত বিজলি যোজনা’-র সূচনার প্রায় এক মাসের মধ্যেই দেশের এক কোটিরও বেশি পরিবার তাতে নথিভুক্তির জন্য আবেদন জানিয়েছে।

দেশের সবকটি প্রান্ত থেকে নথিভুক্তির খবর এসে পৌঁছেছে। এর মধ্যে আসাম, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে নথিভুক্তির সংখ্যা ছাড়িয়ে গেছে ৫ লক্ষেরও বেশি।

যাঁরা এখনও নথিভুক্তির জন্য আবেদন জানাননি, তাঁদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব নথিভুক্তির সুযোগ গ্রহণ করা।”

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় আরও বলেছেন :

“এই উদ্যোগ দেশের বিভিন্ন পরিবারে বিদ্যুৎ খাতে ব্যয় অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করবে। এর পাশাপাশি নিশ্চিত হবে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিও। এর সুবাদে বিশেষ ভাবে উৎসাহিত হবে ‘পরিবেশের জন্য জীবনশৈলী’ অর্থাৎ ‘লাইফ’ কর্মসূচিটি যা আমাদের এক উন্নততর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।”

PG/SKD/AS