নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পহেলগাঁও – এ জঙ্গী হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিরাপত্তা সংক্রান্ত কমিটি – সিসিএস এর বৈঠকে পৌরোহিত্য করেছেন। ৭, লোককল্যাণ মার্গ – এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “পহেলগাঁও – এ জঙ্গী হামলার প্রেক্ষিতে ৭, লোককল্যাণ মার্গে সিসিএস – এর বৈঠকে পৌরোহিত্য করলাম”।
SC/CB/SB…
In the wake of the terrorist attack in Pahalgam, chaired a meeting of the CCS at 7, Lok Kalyan Marg. pic.twitter.com/bZj5gggp5l
— Narendra Modi (@narendramodi) April 23, 2025