নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের জগদলপুরে সিআরপিএফ – এর শিবিরে বাহিনীর ৮৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত দৃষ্টি আকর্ষণী এবং উৎসাহে ভরপুর কুচকাওয়াজের প্রশংসা করেছেন।
এই প্রথম ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে সিআরপিএফ – এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়।
সিআরপিএফ – এর এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “@crpfindia-র সুন্দর এক প্রয়াস। গুরুত্বপূর্ণ এই বাহিনীর সদস্যদের অভিনন্দন জানাই”।
PG/CB/SB
Wonderful gesture by @crpfindia. Compliments to this distinguished force. https://t.co/mRoYOBiMqC
— Narendra Modi (@narendramodi) March 26, 2023