নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ট্যুইটে আমেদাবাদ মেট্রো প্রকল্পের উদ্বোধন করে তাঁর ভাষণের কিছু ছবি দিয়ে তাঁর এক অনুগামীর করা একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ঐ ভিডিও-টিতে দেখা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী বন্দে ভারত এক্সপ্রেসের তাঁর যাত্রার অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন।
ঐ অনুগামীর ট্যুইট-টিকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, “যোগাযোগ হ’ল অগ্রগতি, যোগাযোগ হ’ল উন্নয়ন”।
PG/PM/SB
Connectivity is progress, connectivity is prosperity. https://t.co/xF8QZfEKa9
— Narendra Modi (@narendramodi) September 30, 2022