নয়াদিল্লি, ১০ জানুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ এখানে এক সাক্ষাৎকারে মিলিত হন কেরলের রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আর্লেকর।
তাঁদের সাক্ষাৎকার সম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমাজমাধ্যমে এক বার্তায় বলা হয়েছে :
“কেরলের রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আর্লেকর আজ এখানে দেখা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।”
SC/SKD/DM/
Governor of Kerala, Shri @rajendraarlekar, met PM @narendramodi. pic.twitter.com/FHXmLs8GSl
— PMO India (@PMOIndia) January 10, 2025