Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সকাশে এ.আই.আই.বি.’র মনোনীত সভাপতি

প্রধানমন্ত্রী সকাশে এ.আই.আই.বি.’র মনোনীত সভাপতি

প্রধানমন্ত্রী সকাশে এ.আই.আই.বি.’র মনোনীত সভাপতি


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ‘এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক’ (এ.আই.আই.বি.)-র মনোনীত সভাপতি মি. জিন লিকুন| সর্বসম্মত ভাবে এ.আই.আই.বি.’র প্রথম সভাপতি হিসাবে মনোনীত হওয়ার জন্য শ্রী লিকুনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী|

এশিয়ার পরিকাঠামোগত উন্নয়নে ‘ব্রিকস নিউ ডেভেলেপমেন্ট ব্যাংক-এর সঙ্গে এ.আই.আই.বি. এক বিশেষ কার্যকর ভুমিকা নেবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন| এ প্রসঙ্গে তিনি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য সড়ক, রেল ও বন্দরের উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন| তাছাড়া প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন জলবায়ু-স্থিতিস্থাপক পরিকাঠামো তৈরি এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য পরিচ্ছন্ন বিদ্যুত উদ্যোগের উপর, যা আর্থিক উন্নয়নে সহায়তা করবে এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্যের কবল থেকে মুক্ত করবে|

এ.আই.আই.বি.’র প্রতিষ্ঠাতা সদস্য ও ব্যাঙ্কের দ্বিতীয় বৃহত্তম অংশীদার দেশ হিসাবে ভারত এই ব্যাঙ্কের সাফল্যের জন্য সার্বিক সহায়তা করবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন|

SK/JC/AD/AGT