নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ খ্রীসমাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি সকলকে প্রভু যীশুর মহান শিক্ষাকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“সকলকে খ্রীসমাসের শুভেচ্ছা জানাই। উৎসবের এই সময়ে সকলের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি আসুক সেই কামনাই করি। আসুন আমরা খ্রীসমাসের মূল আদর্শ- সম্প্রীতি এবং করুনার ভাবনাকে অনুসরণ করি। আমরা এমন এক বিশ্ব গড়ে তুলব যেখানে সকলে আনন্দে থাকবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন।”
PG/CB/NS…
Wishing everyone a Merry Christmas! May this festive season bring joy, peace and prosperity to all. Let’s celebrate the spirit of harmony and compassion that Christmas symbolizes, and work towards a world where everyone is happy and healthy. We also recall the noble teachings of…
— Narendra Modi (@narendramodi) December 25, 2023