প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল বুদ্ধগয়ায় যাচ্ছেন। এই সফরে তিনি মহাবোধি মন্দির এবং পুণ্য বোধিবৃক্ষ পরিদর্শন করবেন। তিনি এই উপলক্ষে, ‘চেটিয় চারিকা’ ‘সত্যের অন্বেষণ ও তীর্থযাত্রা’ শীর্ষক এক প্রদর্শনীরও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর বুদ্ধগয়া সফর দ্বন্দ্ব পরিহার ও পরিবেশ সচেতনতা সম্পর্কে হিন্দু-বৌদ্ধ প্রয়াস সমবাদের তৃতীয়দিনে ঐ অনুষ্ঠানে আগত প্রতিনিধিদের বুদ্ধগয়া সফর উপলক্ষেই।
Will join "Samvad"- Global Hindu-Buddhist Initiative in Bodh Gaya. Looking forward to interacting with Buddhist saints, scholars & delegates
— Narendra Modi (@narendramodi) September 5, 2015