নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রীমতি জয়ললিতাকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। একজন সহানুভূতিশীল নেত্রী এবং অসামান্য প্রশাসক হিসেবে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি তামিলনাড়ুর উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করেছিলেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেনঃ
“শ্রীমতি জয়ললিতাকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। একজন সহানুভূতিশীল নেত্রী এবং অসামান্য প্রশাসক হিসেবে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তামিলনাড়ুর উন্নয়নের জন্যে তিনি জীবন উৎসর্গ করেছিলেন। আমার সৌভাগ্য যে, একাধিক অনুষ্ঠানে তাঁর সঙ্গে আলাপচারিতার সুযোগ পেয়েছি। তিনি অত্যন্ত আন্তরিক এবং সর্বদা জনগণের স্বার্থে কাজ করেছেন।”
SC/ SS /AG
Remembering Jayalalithaa Ji on her birth anniversary. She is widely admired as a compassionate leader and outstanding administrator who devoted her life for Tamil Nadu’s development. It is my privilege that I had the opportunity to interact with her on innumerable occasions. She… pic.twitter.com/oPMiT42YPY
— Narendra Modi (@narendramodi) February 24, 2025
ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும்.… pic.twitter.com/GM5YRH0O1H
— Narendra Modi (@narendramodi) February 24, 2025