Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন


 নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২৩ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি শ্রী মাতেমেলা সিরিল রামাফোসার সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন। 
দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়ে উভয় নেতার মধ্যে সদর্থক আলোচনা হয়। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তির বিষয়টি আলোচনায় জায়গা পায়। 
রাষ্ট্রপতি রামাফোসা দক্ষিণ আফ্রিকা আয়োজিত ব্রিকস্ শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। ২২ – ২৪ অগাস্ট এই শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি রামাফোসা শ্রী মোদীকে এর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে জানান যে, জোহানেসবার্গে এই শিখর সম্মেলনে যোগ দিতে তিনি আগ্রহী। 
উভয় নেতার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময় হয়। 
রাষ্ট্রপতি রামাফোসা ভারতের সভাপতিত্বে আয়োজিত জি-২০’তে ভারতের নানা উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, জি-২০ শিখর সম্মেলনে যোগ দিতে ভারতে আসার জন্য তিনি উৎসুক। 
উভয় নেতাই পারস্পরিক যোগাযোগ বজায় রাখবেন বলে জানান। 
AC/AB/SB