নতুন দিল্লি, ০৬ জুলাই, ২০২৩
ফ্রান্সের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বন আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রীর আসন্ন ফ্রান্স সফরের আগে তাঁকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিকের অগ্রগতি সম্পর্কে জানান ইমানুয়েল বন।
আগামী ১৪ জুলাই, বাস্তিল দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ম্যাক্রঁ-কে কৃতজ্ঞতা জানান।
হিরোসিমায় প্রেসিডেন্ট ম্যাক্রঁ-র সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্যারিসে তাঁদের আগামী আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। এই আলাপচারিতা ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।
CG/SD/SKD
Pleased to receive Mr. Emmanuel Bonne, Diplomatic Advisor to President @EmmanuelMacron. Looking forward to meeting with my friend President Macron in Paris on Bastille Day. The India-France Strategic Partnership holds great significance for global good. pic.twitter.com/0oI4OIYUYz
— Narendra Modi (@narendramodi) July 6, 2023