Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি২০ শিখর সম্মেলনে অবসরে ম্যানগ্রোভ বনাঞ্চল ঘুরে দেখেছেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি২০ শিখর সম্মেলনে অবসরে ম্যানগ্রোভ বনাঞ্চল ঘুরে দেখেছেন


নয়াদিল্লি,  ১৬ নভেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি২০ শিখর সম্মেলনে অবসরে অন্য নেতাদের সঙ্গে আজ ম্যানগ্রোভ বনাঞ্চল ঘুরে দেখেন এবং ‘তামান হুতান রায়া গুরাহ রাই’ এলাকায় ম্যানগ্রোভের চারা রোপণ করেন।

বিশ্বজুড়ে সংরক্ষণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যানগ্রোভ। ভারত ইন্দোনেশিয়ার জি২০ সভাপতিত্বকালে ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরশাহীর যৌথ উদ্যোগ পরিবেশের জন্য ম্যানগ্রোভ জোটে যোগ দিয়েছে।

ভারতে ৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ৫০টির বেশি প্রজাতির ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়। ভারত ম্যানগ্রোভের সুরক্ষা ও এর পুনর্গঠনের বিশেষ জোর দিচ্ছে। কার্বন ডাই অক্সাইড শোষক হিসেবে এবং জীব বৈচিত্র্য রক্ষায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

PG/PM/NS