Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী দরবার সাহিবের প্রাক্তন গ্রন্থী সিং সাহিব জ্ঞানী জগতার সিংজীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন


 নয়াদিল্লি, ২৮ অগাস্ট, ২০২৩ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী দরবার সাহিবের প্রাক্তন গ্রন্থী সিং সাহিব জ্ঞানী জগতার সিংজীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
একগুচ্ছ এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী দরবার সাহিবের প্রাক্তন গ্রন্থী সিং সাহিব জ্ঞানী জগতার সিংজীর প্রয়াণে আমি শোক প্রকাশ করছি। তাঁর গভীর জ্ঞান এবং গুরু সাহিবদের আদর্শ অনুযায়ী মানবসেবায় তাঁর প্রয়াসের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই”। 

AC/AP/SB…