Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শিলং চেম্বার কয়্যারের শ্রী নীল নঙ্কিনরিহের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন


নতুন দিল্লি, ০৫ জানুয়ারি, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিলং চেম্বার কয়্যারের মেন্টর তথা পথ প্রদর্শক শ্রী নীল নঙ্কিনরিহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
” শ্রী নীল নঙ্কিনরিহ শিলং চেম্বার কয়্যারের একজন অসামান্য পরামর্শদাতা ছিলেন, যা বিশ্বব্যাপী শ্রোতাদের মুগ্ধ করেছিল। আমি তাঁদের কিছু অসাধারণ দক্ষতা দেখেছি। তিনি অতি তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর সৃজনশীলতাকে সর্বদাই স্মরণ করা হবে। তাঁর পরিবার এবং গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানাই। রিপ।”
 
CG/ SB