Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপের মানুষের অভিনন্দন জানিয়েছেন মিনিকয়, থুন্ডি বিচ এবং কাদমাত বিচকে ‘ব্লু বিচ’-এ পরিণত করার জন্য


নয়াদিল্লি, ২৬ অক্টোবর ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন বিশেষ করে, লাক্ষাদ্বীপের মানুষজনকে মিনিকয়, থুন্ডি বিচ এবং কাদমাত বিচ ‘ব্লু বিচ’-এর তালিকায় স্থান করে নেওয়ার জন্য। এই শিরোপা দেওয়া হয় বিশ্বের পরিচ্ছন্ন উপকূলকে। প্রধানমন্ত্রী ভারতের উল্লেখযোগ্য উপকূলের কথা তুলে ধরেছেন এবং উপকূলকে আরও পরিচ্ছন্ন রাখতে ভারতীয়দের মধ্যে আগ্রহের প্রশংসা করেছেন।

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবের ট্যুইট উদ্ধৃত করে প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন;

“এটা দারুণ ব্যাপার! অভিনন্দন, বিশেষ করে লাক্ষাদ্বীপের মানুষকে এই সাফল্যের জন্য। ভারতের উপকূল উল্লেখযোগ্য এবং উপকূলকে আরও পরিচ্ছন্ন করতে আমাদের নাগরিকদের মধ্যে বিশাল আগ্রহ আছে।”

https://t.co/4gRsWussRt

 

PG/AP/DM