নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র রাম নবমী উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে ভগবান রামচন্দ্রের জীবন যুগে যুগে প্রেরণা যোগাতে থাকবে।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :
“রাম নবমীর পবিত্র পুণ্য দিনে সকল দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। ত্যাগ, তপস্যা, সংযম এবং সঙ্কল্পের আধারে নির্মিত মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জীবন প্রত্যেক যুগে মানবতার প্রেরণাশক্তি হয়ে থাকবে।”
PG/AP/DM
रामनवमी के पावन-पुनीत अवसर पर समस्त देशवासियों को अनेकानेक शुभकामनाएं। त्याग, तपस्या, संयम और संकल्प पर आधारित मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्र का जीवन हर युग में मानवता की प्रेरणाशक्ति बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) March 30, 2023